এক টাকাও অপচয় হবে না জানিয়ে চিনা কিটের অর্ডার বাতিল করল কেন্দ্র

0
2

করোনাভাইরাস পরীক্ষায় গুয়াংঝাউ ওন্ডফো বায়োটেক এবং ঝুয়াই লিভজোন ডায়াগনস্টিকের তৈরি কিট ‘কাজের অযোগ্য’ প্রমাণিত হওয়ায় সমস্ত অর্ডার বাতিল করল কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে জানানো হয়েছে, করোনা পরীক্ষার এই কিটের জন্য কোনও অগ্রিম অর্থ দেওয়া হয়নি।

চিন থেকে আমদানি করা কিটের গুণমান নিয়ে প্রশ্ন ও বিতর্কের মধ্যে সোমবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, করোনাভাইরাস পরীক্ষায় চিনের সংস্থার থেকে যে কিট কেনার বরাত দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে এবং এখনও পর্যন্ত তার জন্য কোনও টাকা দেওয়া হয়নি। ফলে এক টাকাও অপচয় হবে না। প্রসঙ্গত, করোনাভাইরাস পরীক্ষায় গুয়াংঝাউ ওন্ডফো বায়োটেক এবং ঝুয়াই লিভজোন ডায়াগোনস্টিকের তৈরি কিটকে ‘কাজের অযোগ্য’ বলে ঘোষণা করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। এই দুই চিনা সংস্থার তৈরি কিট ব্যবহার না করার জন্য রাজ্য ও হাসপাতালগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে।