সোমবার সাতসকালেই এফসিআই-এর চাল চুরিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের রাঙ্গামাটি এলাকার। জানা গিয়েছে, আজ ভোরে সরকারি স্ট্যাম্প দেওয়া ১৬ টি চালের বস্তা পাচার হয়ে যাচ্ছিল অন্যত্র।
সেইসময় এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। এলাকাবাসীরা হাতেনাতে ধরে ফেলে একজনকে। বেগতিক বুঝে চালের বস্তা ফেলে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় অন্য দুষ্কৃতীরা। ধৃত একজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের ধরতে তল্লাশি শুরু হয়েছে। চাল চুরির পাণ্ডা কে? সেটাও জানার চেষ্টা চলছে।
