করোনা যুদ্ধে কলকাতা পুলিশের অনবদ্য ভূমিকা সম্প্রতি গোটা বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে। আমেরিকার বিখ্যাত পত্রিকা নিউইয়র্ক টাইমস তাদের আর্টিকালে কলকাতা পুলিশের ছবি-সহ সংবাদ প্রকাশ করেছিল। তাদের দাবি ছিল, করোনা মোকাবিলায় কলকাতা পুলিশের কাজ দেখে সকলের শেখা উচিত।
এবার লকডাউনে অত্যন্ত তৎপর কলকাতা পুলিশের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কলকাতা পুলিশকে ধন্যবাদ জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমানে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ তাঁর টুইটে লেখেন, “এই সঙ্কটে দুর্দান্ত পরিষেবা দেওয়ার জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ। জানাই”।
পাল্টা টুইট করে সৌরভকে ধন্যবাদ জানান কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। তিনি লেখেন, “কলকাতা পুলিশকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তাঁর এই টুইট কলকাতা পুলিশ বাহিনীকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”






























































































































