লকডাউনের মধ্যেই বই পড়ার সুযোগ। তাও আবার সরাসরি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিতে। হ্যাঁ, এমন ব্যবস্থা নিয়ে এসেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এবার বাড়িতে বসেই ডিজিটাল মাধ্যমে বইয়ের পাতা উল্টানো যাবে। যার জন্য একটি ওয়েবসাইটে ঢুকতে হবে। যেখানে পাওয়া যাবে ৩ কোটি ৮২ লক্ষ বই। স্মার্ট ফোন, কম্পিউটার বা ট্যাবলেটের মাধ্যমে বই পড়ার সুযোগ পাবেন পাঠকরা। ওয়েবসাইটের ঠিকানা https://ndl.iitkgp.ac.in/ ।
ওয়েবসাইটে ঢুকলে দেখা যাবে, স্কুল স্নাতক ইঞ্জিনিয়ারিং, স্নাতক সায়েন্স, স্নাতকের অন্যান্য বিষয়, ভাষা, ম্যানেজমেন্ট, আইন সংক্রান্ত অপশন দেওয়া রয়েছে। সংশ্লিষ্ট অপশনগুলিতে ক্লিক করলে বিষয় ভিত্তিক বই পড়তে পারবেন পড়ুয়া, শিক্ষকরা। পাশাপাশি যারা ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার সদস্য তারাও নিজেদের ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বই পড়ার সুযোগ পাবেন।
