ভুলেও এখন সেলুনে যাবেন না, চুল-দাড়ি কাটতে গিয়ে একসঙ্গে করোনায় আক্রান্ত ৬

0
1

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। কিছু জরুরি পরিষেবা ছাড়া সবই বন্ধ। সর্বত্র দেওয়া হচ্ছে সচেতনতার বার্তা। কিন্তু মানছে কে? ফলে যা হওয়ার তাই হলো। সেলুনে চুল-দাড়ি কাটতে গিয়ে একসঙ্গে ৬ জন আক্রান্ত হলেন করোনায়। ঘটনা মধ্যপ্রদেশের বরগাঁও গ্রামের। আতঙ্কে গোটা গ্রামকেই সিল করে দিয়েছে পুলিশ।

জানা গিয়েছে লকডাউন উপেক্ষা করে ওই সেলুন খোলা হয়েছিল। চুল-দাড়ি কাটতে সেই সেলুনে যাওয়া ১৩ জনের মধ্যে ৬ জনই এখন করোনায় আক্রান্ত। খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। সেলুনে যাওয়া প্রত্যেকেরই হয় সোয়াব টেস্ট। আর তারপরেই দেখা যায়, এঁদের মধ্যে ৬ জন কোভিড-১৯ পজিটিভ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংক্রামিত ওই ৬ ব্যক্তির মধ্যে একজন ইন্দোরের একটি হোটেলে কাজ করেন ৷ সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় গত ৫ এপ্রিল গ্রামে ফেরেন তিনি। ওই হোটেলকর্মীর দেহেই প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে৷ পড়ে জানা যায়, তিনি ওই সেলুনটিতে গিয়েছিলেন। এরপরই ওই সেলুনে যাওয়া আরও ৫ জন ব্যক্তি আক্রান্ত হয়ে পড়েন। তবে খুবই আশ্চর্যের বিষয় হল, চুল কাটতে যাওয়া ১৩ জনের মধ্যে ৬ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়লেও সেলুনের নাপিত কিন্তু সম্পূর্ণ সুস্থই আছেন বলে জানা গিয়েছে। তবে সকলকেই পাঠানো হয়েছে কোয়টেন্টাইনে।