বারাসতে নাকা চেকিং, উড়ল ড্রোন

0
1

লকডাউন কঠোরভাবে পালনে বদ্ধপরিকর বারাসত জেলা পুলিশ প্রশাসন। নাকা চেকিং-এর পাশাপাশি রবিবার বারাসত শতদল সংঘের খেলার মাঠে ড্রোন উড়িয়ে বারাসত শহর সহ পাড়া এলাকা নজরবন্দি করলেন জেলা পুলিশ প্রশাসন। পাশাপাশি লকডাউনের আইন অমান্য প্রায় ২০০০ জনকে আটক করা হয়েছে বলে জানান বারাসত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

Corona update