রেললাইন ধরে বাড়ি ফিরতে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

0
1

লকডাউন চলছে। কাজ নেই। ফুরিয়েছে হাতের টাকা। ভেবেছিলেন রেললাইন ধরে বাড়ি ফিরবেন। কিন্তু তা আর হলো না। মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল পুরুলিয়ার বাসিন্দা পরিযায়ী শ্রমিকের।

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার হাদল নির্মাণ শ্রমিকের কাজ করতেন পুরুলিয়ার অক্ষয় মাহাতো। বছর ২৭ এর ওই যুবক সেতু তৈরির কাজ করতেন। লকডাউনের জেরে কর্মস্থলেই আটকে পড়েন অক্ষয়। এদিকে জমানো টাকাও শেষ হয়ে যাচ্ছিল। ফলে রেল লাইন ধরে ফেরার সিদ্ধান্ত নেয়। পিংলা থেকে খড়গপুর ডিভিশনের জগপুর এলাকায় রেললাইনের ট্র্যাকে ওঠেন। জগপুর থেকে ভাদুতলা আসতেই শুক্রবার ভোররাতে তাঁকে পেছন থেকে ছিন্ন ভিন্ন করে দেয় পণ্যবাহী ট্রেন।

চন্দ্রকোনা জিআরপির মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া ময়নাতদন্তে পাঠায়। তাঁর স্ত্রী ভাদুরানি মাহাতো বলেন, “বলেছিল শনিবারের মধ্যে বাড়ি ফিরবেই। এলো কিন্তু খন্ড-বিখন্ড হয়ে। এরপর কীভাবে সংসার চলবে জানি না। সব শেষ হয়ে গেল।”

Corona update