কিমের মৃত্যু ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ ডেকে আনবে, মত সেনা কর্তা চুন ইন-বামের

0
2

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের মৃত্যু ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ ডেকে আনবে। এমনটাই মত দক্ষিণ কোরিয়ার সাবেক সেনা কর্তা চুন ইন-বামের।

মার্কিন মিলিটারি টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। চুন ইন-বাম বলেন, “কিমের মৃত্যুর পর উত্তর কোরিয়াকে কেন্দ্র করে পরমাণুযুদ্ধ হতে পারে। কারণ কিম-পরবর্তী উত্তর কোরিয়ায় আমেরিকা ঢোকার চেষ্টা করবেই। পিছিয়ে থাকবে না চিন।” ফলে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ পরিস্থিতি’র আশঙ্কা করেছেন তিনি।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার প্রধান শাসক কিম জং উন অসুস্থ।
চলতি মাসের শুরুতে অস্ত্রোপচার হয় তাঁর। এরপরই অবস্থা সঙ্কটজনক হয় কিমের। তাঁর চিকিৎসার জন্য  চিকিৎসকদের প্রতিনিধি দল পাঠিয়েছে চিন।