বলিউড অভিনেতা ইরফান খানের মা সৈয়দা বেগম প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। শনিবার, দীর্ঘ রোগভোগের পর মৃত্যু হয় বলিউড অভিনেতা মায়ের। কিন্তু লকডাউনের জেরে মায়ের শেষকৃত্যে আসতে পারল না ছেলে ইরফান।
লকডাউনে আপাতত মুম্বইয়েই ঘরবন্দি ইরফান। অগত্যা তাঁকে ছাড়াই দেশের বাড়ি জয়পুরে তাঁর মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন পরিবারের অন্য সদস্যরা।




























































































































