প্রথম ধাপে 1 লক্ষ টেস্ট। আর তাতেই করোনা মোকাবিলায় ইতালি, ফ্রান্স, স্পেনের চেয়ে এগিয়ে জার্মানি। এমনটাই দাবি করলেন সেদেশের ফ্রাঙ্কফুটের এক বাঙালি বিজ্ঞানী দেবাঞ্জন মুখোপাধ্যায়। ফ্রাঙ্কফুটের অন্যতম বড় হাসপাতাল ইউনিভার্সিটি হসপিটালের সেন্টার অফ মলিকিউলার মেডিসিন গবেষক হিসেবে রয়েছেন দেবাঞ্জন। তাঁর অভিজ্ঞতা থেকে তিনি জানান, প্রত্যেকদিন হাজার হাজার করোনা আক্রান্ত রোগী হাসপাতালে পরীক্ষা করাচ্ছেন। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তিনি জানান, 21 এপ্রিল পর্যন্ত 145065 জনের রিপোর্ট পজিটিভ এসছে সেদেশে। আর 95200 মানুষ সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছেন। এটাই প্রমাণ করছে সুস্থতার হারের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে জার্মানি। দেবাঞ্জন জানান, বেশি সংখ্যায় টেস্ট ও কড়াভাবে লকডাউন কার্যকরী হওয়ায় জার্মানিকে করোনা মোকাবেলায় সুবিধা দিয়েছে। তিনি জানান, লকডাউন চললেও দৈনন্দিন জীবন খুব একটা অসুবিধের নয় ফ্রাঙ্কফুটে। দেড় মিটার ন্যূনতম সামাজিক দূরত্ব বাধ্যতামূলক করা হয়েছে 22 মার্চ থেকে। পরিবহন কিছুটা সচল আছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান, থিয়েটার হল, শপিং মল – এসব বন্ধ। 800 স্কোয়ার ফিটের কম দৈর্ঘ্যের দোকান খোলা। আর কঠোরভাবে সামাজিক দূরত্ব এবং লকডাউন মেনে চলায় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে জার্মানিতে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.