করোনা আক্রান্ত হয়ে রাজ্যে এই প্রথম চিকিৎসকের মৃত্যু

0
1

এই প্রথম। এবার করোনায় চিকিৎসকের মৃত্যু রাজ্যে। শনিবার গভীর রাতে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের দায়িত্বে থাকা চিকিৎসকের মৃত্যু হলো। করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁর নমুনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে। ভর্তি করা হয় সল্টলেক আমরি হাসপাতালে।শনিবার সন্ধ্যা থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ভেন্টিলেশনে দেওয়া হয়। গভীর রাতে তাঁর মৃত্যু হয়। আমরি হাসপাতালের মিডিয়া রিলেশন অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার দ্রিমি চৌধুরীও রাত দেড়টায় ওই চিকিৎসকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে করোনা আক্রমণেই তাঁর মৃত্যু কিনা সে ব্যাপারে যথারীতি শেষ সিদ্ধান্ত নেবে স্বাস্থ্যভবন।

ঘটনা প্রকাশ্যে আসার পরেই শোকস্তব্ধ চিকিৎসকমহল। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রেসিডেন্ট ডাঃ অর্জুন দাশগুপ্ত শোক প্রকাশ করে বলেন, প্রত্যেক স্বাস্থ্যকর্মীকেই অনুরোধ করব সতর্কভাবে এবং নিয়ম মেনে কাজ করুন। রাজ্যের বিভিন্ন হাসপাতালে যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত এ ভর্তি রয়েছেন তারা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।