করোনাকে পরাজিত করে বাড়ি ফিরলেন খড়দহ রহড়া মধ্যপাড়ার বাসিন্দা। মার্চের ২৬ তারিখ দমদম নাগের বাজার আই লএস বেসরকারি হাসপাতালে সর্দি, জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। শনিবার দ্বিতীয় বার টেস্টে নেগেটিভ আসে। তারপর তাঁকে সম্বর্ধনা জানিয়ে হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মীরা বাড়ির পাঠিয়ে দেন।
সুস্থ হয়ে চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেন, প্রথম পর্যায়ে ধরা পড়লে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
