ঘরোয়া পোশাকে, গেঞ্জি পরেই মামলার শুনানির ভিডিও কনফারেন্সে হাজির আইনজীবী। ঘটনাটি ঘটেছে রাজস্থান হাই কোর্টের একটি মামলার শুনানি চলাকালীন। আইনজীবীর এই কাণ্ড দেখে বেজায় চটে যান বিচারপতি।
সঞ্জীব প্রকাশ শর্মার বেঞ্চে একটি মামলার শুনানিতে নিজের মক্কেলের জামিনের আবেদন জানান আইনজীবী রবীন্দ্র কুমার পালিওয়াল। কিন্তু ন্যূনতম নিয়ম না মেনে ভিডিও কনফারেন্সে গেঞ্জি পরেই হাজির হন ওই আইনজীবী।
করোনা সংক্রমণ থেকে বাঁচতে দেশজুড়ে লকডাউন চলছে। বাড়িতে বসেই চলছে অফিসের কাজ। একই সঙ্গে অনলাইন পদ্ধতিতে বিশেষ মামলার শুনানি চলছে আদালতে। রাজস্থান হাইকোর্টের এই ঘটনায় আদালতের অবমাননার জন্য বিচারপতি ভর্ৎসনা করেন ওই আইনজীবীকে। ওই আইনজীবীর মক্কেলের জামিনের আবেদন পর্যন্ত খারিজ করতে যাচ্ছিলেন বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মা। শেষে শুনানির তারিখ পিছিয়ে ৫ মে করেন বিচারপতি।