ফের মুখ্যসচিবকে চিঠি দিয়ে কেন্দ্রীয় দল : ৪টি চিঠির উত্তর দেননি

0
1

আবার মুখ্যসচিবকে কড়া চিঠি দিলেন কেন্দ্রীয় দলের নেতা অপূর্ব চন্দ্র। আবার চিঠিতে তোপ। তিনি লিখেছেন, চার-চারটি চিঠি দেওয়া হয়েছে। কিন্তু একটি চিঠিরও উত্তর দেয়নি রাজ্য সরকার। মুখ্যসচিব বলছেন, আর বেশি সময় দেওয়া যাবে না! অপূর্ব চন্দ্রর অভিযোগ, রাজ্য কেন্দ্রীয় আইনের অবমাননা করছে। কেন্দ্রীয় দলকে সাহায্য করছে না। রাজ্যকে বারবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় দলকে নিরাপত্তা দেয়া হচ্ছে না। কেন্দ্রীয় দলকে পিপিই কিট দেওয়া হয়নি। উত্তরবঙ্গে কেন্দ্রীয় দলের সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে। কেন্দ্রীয় দলের নেতা চিঠিতে বলেছেন, মুখ্যসচিব আপনি জবাব দিন।