লকডাউনের মধ্যে সুখবর সাকিবের পরিবারে

0
3

দ্বিতীয়বার বাবা হলেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। ফেসবুকে তিনি আগেই জানিয়েছিলেন, সুখবর আসতে চলেছে। ঘর আলো করে আবারও এল কন্যাসন্তান। সাকিবের বড় মেয়ের নাম আলাইনা হাসান। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। সাকিবের স্ত্রী শিশির ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্চে সেখানে যান সাকিব। যদিও সাকিব এখন নির্বাসনে রয়েছেন। বুকিরা তাঁকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল। সেই তথ্য চেপে গিয়েছিলেন তিনি। তাই এক বছরের জন্য তাঁকে সমস্ত ক্রিকেট থেকে নির্বাসিত করেছে আইসিসি।