হাসপাতলে করোনা সংক্রমণ রুখতে অভিনব ভাবনা। সংক্রমণ এড়াতে কোভিড ওয়ার্ডে রোগীদের কাছে যেতে হবে না ডাক্তার স্বাস্থ্যকর্মীদের সব কাজ করবে রোবট। দিল্লির এইমসে শুরু হল এই পরিষেবা।
ইতালিতে করোনা সংক্রমিত দের ২৮ – ৩০ শতাংশ চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী। এর পরেই ভারতে হিউম্যানয়েড রোবটের ভাবনা শুরু। করোনা ওয়ার্ডে অত্যাধুনিক রোবটের ব্যবহার শুরু করল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স। দুটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সমৃদ্ধ রোবট ব্যবহার করা হচ্ছে। রোবট দুটির নাম আইম্যাপ ৯ ও এলফ। দুটি রোবট বানিয়েছে মিলাগ্রো নামে একটি রোবট প্রস্তুতকারক কোম্পানি।
এলফ রোবটটিতে রয়েছে লাইট ডিটেকশন এন্ড রেনজিং এবং স্লাম অর্থাৎ সাইমালটেনিয়াস লোকালাইজেশন এন্ড ম্যাপিং টেকনোলজি। এর ফলে রোবট নিজের চলার পথে বাধা ডিটেক্ট করে খুব সহজেই আইসোলেশন ওয়ার্ডে ঘোরাফেরা করতে পারবে। এরমধ্যে রয়েছে ৬০ টি সেন্সর। প্রতি ঘন্টায় ২.৯ কিলোমিটার বেগে চলাচল করতে সক্ষম। built-in 3d এইচডি ক্যামেরার মাধ্যমে ডাক্তাররা আইসোলেশন ওয়ার্ডের সবকিছু দেখতে পারবেন। রোগীকে নির্দেশও দিতে পারবেন ডাক্তাররা।
রোবট আইম্যাপ ফ্লোর ক্লিনার রোবট। করোনা সংক্রমনের মাত্রা ও পরিমাপ করতে পারবে এই রোবট।































































































































