বাড়িতে বসেই রমজানের নমাজ পড়ার আবেদন ইমামদের

0
1

লকডাউন চলাকালীন সরকারি নির্দেশ মেনে বাড়িতে নমাজ পড়া ও পরিবারের সঙ্গে ইফতার করতে হবে। নির্দেশ দিল প্রশাসন। শনিবার থেকে শুরু হল রমজান মাস। সামাজিক দূরত্ব বজায় রাখা ও বাড়িতে বসে নমাজ পড়ার আর্জি জানিয়ে নোটিশ টাঙিয়েছে সিঙ্গুরের বলরামবাটি গ্রাম পঞ্চায়েত। গ্রামের মসজিদ সহ বিভিন্ন এলাকায় নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে।

পাশাপাশি, মাইকে চলছে সচেতনতার প্রচার। এই পঞ্চায়েতের অধীনে ১০ টি মসজিদ রয়েছে। গ্রামে কমপক্ষে ৬৫০০ সংখ্যালঘু মানুষের বাস। প্রত্যেকেই রমজান মাসে সারাদিন রোজা রেখে সূর্যাস্তের পরে ইফতার করে। তার আগে নমাজ পড়া হয়। সেই কারণে শনিবার প্রতিটি মসজিদ থেকে সরকারি নির্দেশ মেনে চলার জন্য ইমামরা মাইকিং করছেন। বলা হচ্ছে, “লকডাউন চলাকালীন কেউ মসজিদে নমাজ পড়তে আসবেন না। বাড়িতে নামাজ পড়ুন ও ইফতার করুন”।