মিডিয়ার মাধ্যমে নয়, চিঠিতে জবাব দিন : অপূর্ব চন্দ্র

0
1

প্রতিনিধি দল কলকাতার বিভিন্ন হাসপাতাল এবং কোয়ারান্টাইন সেন্টারগুলিতে ঘোরে। আর সেই ঘোরার প্রতিফলন পড়েছে চিঠিতে। কোথায় কোথায় খামতি রয়েছে, সে কথাও রয়েছে চতুর্থ চিঠিতে। বলা হয়েছে…

১. কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা আতঙ্কে রয়েছে

২. ডুমুরজলা কোয়ারেন্টাইন সেন্টারে একসঙ্গে ৮০জন আক্রান্তকে একসঙ্গে রাখা হচ্ছে। তাদের নিয়ে যাওয়া হচ্ছে একসঙ্গে গাড়িতে। স্বভাবতই তারা আতঙ্কিত

৩. সঞ্জীবনী হাসপাতালে ভাল চিকিৎসা হচ্ছে। কিন্তু সেখানে বেড মাত্র ৭০। এখানে চিকিৎসার সুযোগ আরও বাড়াতে হবে লোকবলও বাড়াতে হবে

৪. মিডিয়ার মাধ্যমে কথা বলবেন না। চিঠি দিয়ে জবাব দিন