পুর চিকিৎসকদের কড়া বার্তা

0
1

এবার কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার। হুঁশিয়ারি দেওয়া হল চিকিৎসকদের। পরিষ্কার ভাষায় বলা হল হাজিরা দিতে হবে। নইলে তাঁদের বেতন কাটা হবে। প্রয়োজনে আরও বড় পদক্ষেপ করা হতে পারে। মূলত পুরসভার অস্থায়ী এবং কন্ট্রাক্টে থাকা চিকিৎসকদেরই এই বার্তা দেওয়া হয়েছে অভিযোগ এইসব চিকিৎসকরা পুর ডিসপেন্সারিতে আসছেন না।