অক্সফোর্ড সাফল্য পেলে ভারতের বাজারে দ্রুত আসবে করোনা-ভ্যাকসিন

0
1

সারা বিশ্ব যখন করোনাভাইরাস মোকাবিলায় ওষুধ অথবা ভ্যাকসিন খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন আশার কথা শোনালো পুনের সেরাম ইনস্টিটিউট। সেরামের ভারতীয় শাখার সিইও আদর পুনাওয়াল্লা দাবি করেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তৈরি ভ্যাকসিনের পরীক্ষা যদি সফল হয়, তাহলে সেটি আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে ভারতের বাজারে পৌঁছে যাবে।

বিশ্বের সেরা সাতটি ইনস্টিটিউটের মধ্যে অন্যতম সেরাম ইনস্টিটিউট। কোভিড ১৯ প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আবিষ্কার সাফল্য পেলে, তা খুব কম সময়ের মধ্যেই বানাতে শুরু করবে সেরাম। আদর পুনাওয়াল্লা জানান, সাধারণত ভ্যাকসিন তৈরি করতে অনেক সময় লাগে। কিন্তু এক্ষেত্রে দুই সপ্তাহের মধ্যে ভ্যাকসিন তৈরির চেষ্টা করবেন তাঁরা। এক মাসের মধ্যে ৫০ লক্ষ ভ্যাকসিন তৈরির পরিকল্পনা রয়েছে সেরামের। ছমাস পরে সংখ্যাটা এক কোটি পৌঁছে যেতে পারে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ব্রিটেনে ভ্যাকসিনের ট্রায়াল সফল হলে, ভারতেও এটা পরীক্ষা করা হবে। এবং তার কার্যকরিতা যদি প্রমাণিত হয়, তাহলে এবছর অক্টোবর-নভেম্বরের মধ্যে এই ভ্যাকসিন এদেশেই উৎপাদন শুরু হবে।