করোনাভাইরাস মোকাবিলায় এবার কোভিড ১৯ টেস্ট কিট বানিয়েছে আইআইটি দিল্লি। আর এই কিট ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের অনুমোদনও পেয়ে গিয়েছে। দিল্লি আইআইটির অধ্যাপক ভি পেরুমল জানিয়েছেন, আমরা এই বিষয়ে জানুয়ারির শেষ থেকে কাজ শুরু করেছিলাম যা তৈরি হতে তিনমাস সময় নিয়েছে। আমরা এটি কম খরচে পরীক্ষার উপযোগী করতে চেয়েছিলাম যা অনেক বেশি মানুষের জন্য ব্যবহার করা যাবে।
দিল্লি আইআইটির তরফে যে কিট তৈরি হয়েছে তা হল সোয়াব টেস্টিং কিট। বাণিজ্যিক উৎপাদনের উপযোগী এই ডিভাইস বাজার চলতি যে কোনও কিটের তুলনায় কম দামি। দু’দিন আগেই আইসিএমআর-এর অনুমোদন পেয়েছে কোভিড-১৯ টেস্টের এই কিট। এই কিট তৈরি করেছেন আইআইটি দিল্লির স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সের গবেষকরা।
আইআইটি দিল্লির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আইসিএমআর কোভিড-১৯ টেস্ট কিটকে সংবেদনশীলতা এবং নির্দিষ্ট উপযোগিতার ভিত্তিতে অনুমোদন দিয়েছে। দিল্লি আইআইটি প্রথম প্রতিষ্ঠান যারা রিয়েল-টাইম ডায়াগনস্টিক কিট বানিয়ে আইসিএমআরের অনুমোদন পেল। এটি প্রথম কিট যা শরীরে কিছু ইঞ্জেক্ট না করেই ফলাফল দেবে। পরীক্ষার খরচও অনেকটাই কম। যে সময়ে আইসিএমআরের কাছে একাধিক রাজ্য থেকে টেস্টিং কিট নিয়ে নানা অভিযোগ আসছে সেইসময় এই সুখবর মিলল দিল্লি আইআইটির সৌজন্যে। প্রসঙ্গত, ত্রুটিপূর্ণ ফল বের হওয়ার জন্য চিন থেকে আনা র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট দিয়ে পরীক্ষা স্থগিত রেখেছে আইসিএমআর।