লকডাউনের মধ্যেই বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই
খড়গপুর আইআইটির টেক মার্কেটের ১২টি দোকান। খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
যদিও সব দোকানগুলি বন্ধ থাকায় এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
প্রাথমিকভাবে দমকল কর্মীরা মনে করছেন, কোনও দোকানের গ্যাস সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ড ঘটেছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।





























































































































