কিট আসছে ভারতে

0
1

মেডিক্যাল কিট আসছে ভারতে। দক্ষিণ কোরিয়া থেকে কেন্দ্রীয় সরকার এই কিট নিয়ে আসছে। ভারতের তরফ থেকে সাড়ে ৯ লক্ষ কিটের অর্ডার দেওয়া হয়েছে। হঠাৎ কেন দক্ষিণ কোরিয়া? দিল্লির সূত্রে খবর, সস্তা হওয়ার কারণেই দক্ষিণ কোরিয়াকে এই বরাত দেওয়া হয়েছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে কিট দেশে আসবে বলে জানা গিয়েছে।