নিজেদেরই কালিম্পং ঘুরতে হল দিল্লির টিমকে

0
4

লকডাউন ও করোনা পরিস্থিতি দেখতে রাজ্যে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদলকে সমস্যায় পড়তে হল কালিম্পং-এ। শনিবার, শিলিগুড়ি পরিদর্শন করে শনিবারই কালিম্পং যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের ৫ সদস্য। তবে রাজ্যের তরফে প্রতিনিধি না থাকায় সমস্যায় পড়তে হয়ে তাঁদের। সেখানে পৌঁছেই প্রথমে উত্তরবঙ্গের প্রথম করোনা আক্রান্ত মৃতার বাড়ির সামনে যান। পাশাপাশি, তাঁরা লকডাউন পরিস্থিতিও ঘুরে দেখেন।

এমনকী দোকানদারদের সঙ্গে কথা বলেন। এলাকার পরিস্থিতি কী রয়েছে তাও খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য অজয় গাঙ্গোয়ার বলেন, “এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করলাম। রাজ্যের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তা মিলিয়ে দেখছি৷ তাই পরিস্থিতি খতিয়ে দেখতে কালিম্পং এসেছিলাম”। পরিদর্শন শেষ করে আবার শিলিগুড়ি ফিরে যান তাঁরা।