কোন্নগরের সব বাজার বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের

0
1

কোন্নগরের সব বাজার বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন। রবিবার থেকে বন্ধ থাকবে কোন্নগরের বড় বাজার, রেল বাজার সহ নবগ্রাম কানাইপুরের সমস্ত বাজার। শনিবার কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব বাজার কমিটির সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দেন রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কোন্নগর রেল বাজার সহ কানাইপুর নবগ্রামের সমস্ত বাজার বন্ধ রাখা হবে। টোটো করে বাজার পৌঁছে যাবে মানুষের বাড়ির সামনে।এদিন পঞ্চায়েতের প্রধান অভিযোগ করেন, বাজারগুলিতে প্রচার সত্ত্বেও মানুষ ভিড় জমাচ্ছে প্রত্যেকদিন। তাই বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অন্যান্য যে দোকানগুলি খোলা ছাড় দেওয়া হয়েছে, সেগুলি শুধু নির্দিষ্ট সময় মেনে খোলা যাবে।