করোনা আতঙ্কের মধ্যে উদ্বেগের কথা শোনাল আমেদাবাদ পুরসভা

0
1

মে মাসের শেষে আমেদাবাদেই করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ছাড়াবে। দেশ জুড়ে করোনা উদ্বেগের মধ্যে এই তথ্য দিলেন গুজরাতের আমেদাবাদ পুরসভার কমিশনার।

কমিশনার বলেন, প্রতি আটদিনে এই সংখ্যা কমিয়ে দ্বিগুণ করার চেষ্টা করছেন পুরকর্মীরা। তবে তার সম্ভাবনা নিয়ে প্রশ্ন আছে। এই সংখ্যা কমানোর ক্ষেত্রে খুব কম দেশই সফলতা পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে প্রতি চারদিন অন্তর দ্বিগুণ হচ্ছে আক্রান্তের সংখ্যা। শুধুমাত্র দক্ষিণ কোরিয়া প্রতি আটদিন অন্তর দ্বিগুণ সংখ্যায় আক্রান্ত হওয়া আটকাতে পেরেছে।

এই পদ্ধতি সফল হলে, মে মাসের ১৫ তারিখের মধ্যে ৫০ হাজারের বদলে ১০ হাজার ও ৩১ তারিখের মধ্যে ৫০ হাজার আক্রান্তের সংখ্যা হবে সেরাজ্যে। কমিশনার জানিয়েছেন, আক্রান্তের সংখ্যা রুখতে প্রয়োজন সাধারণ মানুষের সহযোগিতা। এখনও পর্যন্ত আমেদাবাদ ১৬৩৮ জন করোনা আক্রান্ত রয়েছেন। মৃত্যু হয়েছে ৭৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৫ জন।