কেন্দ্রীয় টিম ফের বেরোবে? স্নায়ুযুদ্ধ তুঙ্গে

0
2

মুখ্যসচিব বলেছিলেন আর কিছু দেখাবার নেই।

রাজ্যের তরফে সেভাবে কেউ যাননি কেন্দ্রীয় টিমের কাছে।
করোনাযুদ্ধ নিয়ে টিম আজ কড়া চিঠি দিয়েছে মুখ্যসচিবকে।
তাছাড়া তাঁরা আজ আবার নাকি বেরোতে পারেন শহরে।
প্রশ্ন, তাহলে কি বাধা দেবে রাজ্য?
স্নায়ুযুদ্ধ তুঙ্গে।
এখনও সর্বশেষ পরিস্থিতি স্পষ্ট নয়।