কোভিড ১৯ এর ভ্যাকসিন তৈরির দোরগোড়ায় আমেরিকা। এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “অনেক ভালো ও মেধাবী মস্তিষ্ক করোনার সঙ্গে যুদ্ধে নেমেছে। ভ্যাকসিন তৈরির কাজে পরীক্ষা-নিরীক্ষা সেভাবে এখনও করা হয়নি। তবে সেটা হলেই সাফল্যের দিকে এগিয়ে যাবে বিশ্ব। ”
মৃত্যুমিছিল অব্যাহত আমেরিকায়। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার। এই পরিস্থিতিতে ভারত থেকে পাঠানো হাইড্রোক্সিক্লোরোকুইনও কাজ করছে না দেশের নাগরিকদের শরীরে। এবার ট্রাম্প জানালেন, ভ্যাকসিন তৈরির খুব কাছে আমেরিকা।