আর পি এফ থেকে আসা ৭ জনের করোনা

0
13

আর পি এফ থেকে আসা ৭ জনের করোনা পজিটিভ। তার মধ্যে একজন ওড়িশায় গেছে। ২৮ জনের মধ্যে ৬ জন কোথায় জানা নেই। পরীক্ষাও হয় নি। ক্ষুব্ধ নবান্ন। মুখ্যসচিব দিল্লিতে চিঠি লিখেছেন। আর পি এফ ডিজির সঙ্গে ফোনে কথাও বলেছেন।