করোনা আক্রান্ত একঝাঁক RPF জওয়ান! ব্যাপক আতঙ্ক রেল শহর খড়গপুরে

0
3

মারণ ভাইরাস করোনা এবার থাবা বসালো রেল সুরক্ষা বাহিনীর (RPF) জওয়ানরাদের উপর। যা নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা রেল শহর খড়গপুরজুড়ে।

জানা গিয়েছে কমপক্ষে ৮ জওয়ানের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। এঁদের খড়গপুর টিবি হাসপাতালে কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন। ইতিমধ্যে ওই জওয়ানদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আক্রান্ত এই RPF জওয়ানরা সম্প্রতি কাদের সংস্পর্শে এসেছিলেন কিনা তা নিয়ে খোঁজ খবর শুরু হয়েছে।