শুধু মাত্র হাঁচি-কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নয়। করোনা সংক্রমণের লক্ষণ হতে পারে আরও অনেক কিছুই। ডার্মাটোলজিস্টরা জানিয়েছেন, করোনা পজিটিভ অনেক রোগীর ত্বকে পরিবর্তন দেখা দিয়েছে। বিশেষ করে পায়ের গোড়ালি, আঙুলে জ্বালাপোড়া ক্ষত, ঘা হচ্ছে অনেক রোগীরই। এটাও সংক্রমণের লক্ষণ।
এ বিষয়ে সচেতন করেছে চিকিৎসকরা। তাদের বক্তব্য, পায়ের আঙুলে বা গোড়ালিতে লালচে-বেগুনি রঙের র্যাশ বা ঘা হলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে। অ্যান্টিবায়োটিকে না সারলে সচেতন হওয়া প্রয়োজন। ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া স্কুল অব মেডিসিনের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার এবিং লুটেনব্যাক বলেছেন, এই বিশেষ উপসর্গকে বলা হচ্ছে ‘কোভিড টো’। ভাইরাস সংক্রমণের প্রাথমিক উপসর্গ কোভিড টো বলে জানিয়েছেন চিকিৎসক। তিনি জানান, এই ক্ষত সারলে শুরু হয় তীব্র শ্বাসকষ্ট।