বাঙালি কমান্ডো সুজয় মণ্ডল। ছত্তিশগড়ে ডিউটি করতে গিয়ে মাওবাদী হামলায় ক্ষত-বিক্ষত হন। তারপর কার্যত কোনওরকমের চিকিৎসা ছাড়াই তাঁকে ছেড়ে দেওয়া হয়। একদিকে আঘাত অন্যদিকে কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্ত। মুখ খুলে কী হলো সুজয়ের? সেই মর্মান্তিক ঘটনার কথা শুনুন সুজয়ের মুখেই। ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর সম্পাদক অভিজিৎ ঘোষকে দিলেন এক্সক্লুসিভ সাক্ষাৎকার