করোনাভাইরাস সংক্রমণে আদৌ কোনও প্রাণীর যোগ আছে কিনা তা খুঁজছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মাংস, ডিমের মাধ্যমে কোভিড ১৯ সংক্রমণের কোনও সম্ভাবনা নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে
সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল একটি জৈন সংগঠন।
বিশ্ব জৈন সংগঠনের বক্তব্য, গত ৩০ মার্চ কেন্দ্রের তরফে মাংস ও ডিম খাওয়া নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছে তা যুক্তিহীন। আবেদনে সংগঠন লিখেছে, “৩০ মার্চ সরকার নির্দেশিকায় উল্লেখ করেছিল মাংস ও ডিম খাওয়ায় কোনও সমস্যা নেই। এখনই এই সিদ্ধান্ত ভুল। কোভিড ১৯ সংক্রমণে প্রাণীদের কোনও ভূমিকা রয়েছে কিনা তা নিয়ে গবেষণা চলছে। স্বাদ বদলের জন্য প্রাণীহত্যার মতো বর্বর ঘটনা বেড়ে গিয়েছে। যাঁরা ডিম, মাংস খান না তাঁরা সমস্যায় পড়েছেন।” সংগঠনের বক্তব্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তের পরেই এই মর্মে নির্দেশিকা দেওয়া উচিত।
প্রসঙ্গত, গত ৩০ মার্চ কেন্দ্রীয় মৎস, প্রাণীজ সম্পদ ও দুগ্ধ মন্ত্রক এটি নির্দেশিকা জারি করে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়, কোভিড ১৯ সংক্রমণে ডিম ও মাংসের কোনও ভূমিকা নেই। তাই সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মিডিয়ার মাধ্যমে এই খবর প্রচার করতে হবে।