“শুভ বুদ্ধির উদয় হোক”, মুখ্যমন্ত্রীকে বিঁধেও কিছুটা সুর নরম রাজ্যপালের

0
2

টুইট এবং পরপর ‘পত্রবোমা’র পরে মুখ্যমন্ত্রীকে বিঁধেও কিছুটা সুর নরম রাজ্যপাল জগদীপ ধনকড়ের। বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠানোর পরে তার জবাব দিলে, ফের তাঁকে চিঠি পাঠান রাজ্যপাল। একই সঙ্গে নিজের টুইটার হ্যান্ডেল সে চিঠি প্রকাশ করে রাজ্যপাল জানান, শুক্রবার সকাল ১১ টা নাগাদ তিনি আরও বিস্তারিতভাবে সংবাদমাধ্যমকে সব জানাবেন। তবে ঘড়ির কাঁটা এগারোটা পার করে আরও দেড় ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলকে উদ্দেশ্য করে একটি ছোট টুইট করেন রাজ্যপাল। তাতে তিনি লিখেন, “আশা করি শুভ বুদ্ধির উদয় হবে। রাজ্যবাসী যে সঙ্কটের মুখোমুখি হয়েছেন তা কাটাতে এখন একযোগে কাজ করাটাই লক্ষ্য”।

পরপর রাজ্যপালের করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের বিরুদ্ধে অসন্তোষ এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া নিয়ে বিস্তার আলোচনা হয়। সংবাদ শিরোনামে আসে রাজ্যপালকে দেওয়া মুখ্যমন্ত্রীর জবাব এবং তারপর ধনকড়ের দেওয়া প্রত্যুত্তর। এত সবের পর রাজ্যপালের এই সংক্ষিপ্ত টুইট দেখে অনেকেরই মত, হয়তো এ বিষয়ে কেন্দ্র থেকে রাজ্যপালের কাছে কোন নির্দেশ এসেছে। অথবা রাজ্যের এই সঙ্কটময় পরিস্থিতিতে এই ধরনের দোষারোপ রাজ্যের সাংবিধানিক প্রধানের ভাবমূর্তি নষ্ট করতে পারে বলে মনে করে সুর নরম করেছেন ধনকড়।