করোনা নিয়ে রাজ্য-কেন্দ্র তরজা: ‘গুঁতোগুতি’ বলে কটাক্ষ অশোক ভট্টাচার্যের

0
1

করোনা নিয়ে রাজ্য ও কেন্দ্রের তরজাকে ‘গুঁতোগুতি’ বলে কটাক্ষ করলেন শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। বৃহস্পতিবার, শিলিগুড়িতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে তিনি বলেন, “কেন তারা এসেছে তাই বুঝতে পারছি না!”। রাজ্য সরকারের হোক বা কেন্দ্রের প্রতিনিধিদল হোক তা দিয়ে কী হবে?

অশোক ভট্টাচার্যের অভিযোগ, এখনও পর্যন্ত উত্তরবঙ্গের মানুষ ত্রাণ থেকে বঞ্চিত। তাঁরা এখনও সঠিক চিকিৎসা পাননি। “এখানে ২ কোটি জনবসতি আর মাত্র ৬৪০জনের পরীক্ষা হয়েছে। এটা ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু এসব নিয়ে না ভেবে রাজ্য-কেন্দ্র গুঁতোগুতি করেই চলছে” বলে কটাক্ষ করেন বর্ষীয়ান এই সিপিআইএম নেতা। আসলে নিজেদের ব্যর্থতা ঢাকতেই তারা এসব করছে বলে অভিযোগ তাঁর। তাঁর মতে, পরিদর্শন না করে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটানো এই মুহূর্তে আসল কর্তব্য।