বিনোদনমহানগর প্রয়াত নাট্যব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায় By EBBS Desk - April 23, 2020 0 1 FacebookTwitterPinterestWhatsApp প্রয়াত নাট্যব্যক্তিত্ব উষা গঙ্গোপাধ্যায়। বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বৃহস্পতিবার, মৃত্যুর খবর জানানো হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে খবর।