ত্রাণ হাতে এগিয়ে এলেন বৃহন্নলারা

0
1

অন্যের সাহায্যেই সংসার চলে। তাঁদের ঠাট্টা-তামাশাও চলে। এমনকী তাঁদের বিরুদ্ধে জোরজুলুমের অভিযোগও কম নেই। এই বিপদের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বৃহন্নলারা।

নিজেদের জমানো টাকায় চাল-ডাল-আলু কিনে পৌঁছে দিচ্ছেন নিরন্নদের ঘরে। এমনই ছবি দেখছেন স্বরূপনগরের বাসিন্দারা। বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের তরণীপুর বাজার অঞ্চলে বসবাস করেন কয়েকজন বৃহন্নলা। ৩২০টি অসহায় দরিদ্র পরিবারের প্রত্যেকের হাতে তাঁরা তুলে দিয়েছেন ৫ কিলো চাল, ২ কিলো আলু এবং একটি করে মাস্ক ও সাবান। স্থানীয় বাজার থেকে শুরু করে বিভিন্ন এলাকায় সচেতনতার বার্তাও প্রচার করছেন তাঁরা।

ওই দলের পক্ষ থেকে সখী বলেন, “যাদের সাহায্যে দিয়ে এত দিন সংসার চলেছে তাঁদের পাশে থাকতে পারে ভালো লাগছে।” সাহায্য পেয়ে খুশি সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দা চন্দন মণ্ডল, ফতেমা বিবি।