সপ্তাহের শেষে রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

0
1

বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর নদিয়া, মুর্শিদাবাদে ভারি বৃষ্টির হতে পারে। সপ্তাহের শেষে ঝড় বৃষ্টি বাড়বে উত্তর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। একই সঙ্গে শুক্রবার রাজ্যজুড়ে হতে পারে কালবৈশাখী।

হওয়া অফিস জানিয়েছে, বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। ছত্রিশগড় থেকে দক্ষিণাত্য পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা গিয়েছে। সাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি। কোনও কোনও অঞ্চলে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আদ্রতার পরিমাণ ৬২ থেকে ৯৫ শতাংশ।