রাজ্যে তৃণমূলের নতুন নাম “রেশন চোর”! কটাক্ষ রাহুলের

0
1

তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে “রেশন চোর”, “চাল চোর” বলে সম্মোধন করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন রেশন দুর্নীতির অভিযোগ তুলে ফের সুর চড়িয়ে কড়া সমালোচনা করলেন তিনি।

রাহুল সিনহার অভিযোগ, “রাজ্যে একটা অদ্ভুত রাজত্ব চলছে। লকডাউনে গরিব মানুষ একটু খাবারের জন্য হা-হুতাশ করছে, তখন তাদের মুখে খাবার না দিয়ে, ত্রাণ না দিয়ে লাঠিপেটা করা হচ্ছে। নিজেরা খেতে দেবে না, অন্য কেউ দিলে বাধা দেওয়া হবে। আমি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই এ কেমন ধরণের সভ্যতা?”

তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়ে রাহুল সিনহা বলেন, রাজ্যে এখন তৃণমূলের নতুন নাম হয়েছে ‘রেশন চোর, চাল চোর তৃণমূল কংগ্রেস’।

এদিন বিজেপি নেতা আরও অভিযোগ তুলে বলেন, “বালুরঘাটে আমাদের সাংসদ সুকান্ত চৌধুরী কিছু জায়গায় ত্রাণ দিতে গেলে বাধা দেওয়া হচ্ছে। বিশেষ করে হিলিতে ত্রাণ সামগ্রী বিলি করতে করতে দিচ্ছে না। এর আগে জন বারলাকেও ত্রাণ বিলিতে বাধা দেওয়া হয়েছিল। পুলিশ দফায় দফায় আটকাচ্ছে ক্ষুধার্ত মানুষকে। পুলিশ লাঠিচার্জ করছে। মানুষ খেতে পাচ্ছে না, সেখানে দাঁড়িয়ে রেশনের চাল চুরি করছে।তৃণমূলের নেতারা”।

সবশেষে রাহুল সিনহা প্রশাসনকে হুঁশিয়ারি দিলে বলেন, বালুরঘাটে পুলিশের যারা বাধা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

দেখুন ভিডিও…