করোনা: বেসরকারি হাসপাতালের খরচও দেবে রাজ্য

0
3

করোনা আক্রান্ত হলে বেসরকারি হাসপাতালের খরচও দেবে রাজ্য। সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। নির্ধারিত রেটেই খরচ রি-ইমবার্স করবে রাজ্য। এবিষয়ে তহবিল বরাদ্দ করা হচ্ছে। ফলে রাজ্যে করোনা আক্রান্তদের চিকিৎসা একেবারেই বিনামূল্যে হয়ে গেল।