করোনা সংক্রমণের জেরে তীব্র অর্থ সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ স্থগিত রাখল কেন্দ্র। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, চলতি বছর জানুয়ারি মাস থেকে ডিএ বকেয়া রয়েছে। আগামী বছরের ১ জুলাই পর্যন্ত তা স্থগিত রাখা হবে।
বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, করোনা সংক্রমণের জেরে স্বাস্থ্য খাতে সরকারের খরচ অনেক বেড়ে গিয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের সুরক্ষা সুনিশ্চিত করতে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। তাই এই অবস্থায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা ১ জানুয়ারি ২০২০ থেকে ১ জুলাই ২০২১ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১ জুলাই ২০২১ থেকে ডিয়ারনেস অ্যালাওয়েন্স ও ডিয়ারনেস রিলিফ ফের বাড়ানো শুরু হবে। তবে দেড় বছরে যে বকেয়া হল তা তখন হিসাবে ধরা হবে না।
সরকারের এই সিদ্ধান্তের ফলে ৪৮.৩৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৫.২৬ লক্ষ পেনশনভোগীর উপর প্রভাব পড়বে।
কেন্দ্রের নির্দেশিকার পর রাজ্য সরকারগুলিও সেই পথে হাঁটবে বলে অনেকেই মনে করছেন। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে।































































































































