স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার সময় আক্রান্ত সাংবাদিক অর্ণব গোস্বামী

0
1

রাতে স্ত্রী’কে নিয়ে বাড়ি ফিরছিলেন রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী। সেই সময় রাস্তায় আক্রান্ত হলেন তিনি৷ ঘটনা বুধবার রাতের। অর্ণবের অভিযোগ, কংগ্রেস আশ্রিত গুন্ডারা তাঁকে আক্রমণ করেছে।

জানা গিয়েছে, অর্ণবের বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে আক্রমণ করা হয় বলে অভিযোগ৷ অর্ণবের গাড়িতে বোতলও ছোঁড়ে আক্রমনকারীরা। এই ঘটনার কয়েক ঘণ্টা আগে অর্ণব গোস্বামী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে তাঁর বিতর্ক শো- এ জিজ্ঞাসাবাদ করেন৷

অর্ণবের অভিযোগ সোনিয়া গান্ধী এই হামলা করিয়েছেন। এদিকে আক্রমণকারীরা কংগ্রেস পাঠিয়েছে বলে স্বীকার করেছে। কংগ্রেস অবশ্য এই অভিযোগের প্রত্যুত্তরে এখনও কিছু বলেনি।