24 ঘণ্টার মধ্যে রাজ্যে কোভিড 19 সংক্রমণ 58 জনের। এটাই একদিনে বাংলায় এ পর্যন্ত সবচেয়ে বড় বৃদ্ধি। এর জেরে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩৪ জন। বৃহস্পতিবার, একথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।
এর পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে আর কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ১৫ রয়েছে।
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব জানান, গত 24 ঘণ্টায় যে ৫৮ জন আক্রান্ত হওয়ার খবর মিলছে, তার মধ্যে ২২জন কয়েকটি পরিবারের সদস্য। বাকি ৩৬টি জন বিভিন্ন জায়গার। কলকাতার কনটেনমেন্ট জোনের মধ্যে পাঁচটা জোন থেকে কোনও কেস আসেনি বলে জানান মুখ্যসচিব। রাজ্যের 9টি জেলা থেকেও কোনও আক্রান্তের খবর নেই।
কলকাতা, হাওড়া, উঃ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা রেড জোন। এই জায়গাগুলিতে গত একদিনে ৯৫৩টি স্যাম্পেল টেস্ট হয়েছে বলে জানান তিনি। মালদায় হয়েছে ১২০টি টেস্ট, যার সব রিপোর্টই নেগেটিভ। রাজ্যের ৬৬টি হাসপাতালে করোনা চিকিৎসা চলছে। ১২টি ল্যাবরেটরিতে কোভিড 19 টেস্ট হচ্ছে বলেও জানান মুখ্যসচিব। এই মুহূর্তে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে আছেন ৪৬৯৫ জন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন ২৮ হাজার ৪৩৩ জন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.






























































































































