কেন্দ্রীয় দলকে সহযোগিতার আশ্বাস রাজ্যের,স্বাগত জানালো কেন্দ্র

0
1

সুর অনেকটাই নরম করে দিল্লি থেকে আসা কেন্দ্রীয় দলকে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস রাজ্যের৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে লেখা এক চিঠিতে মুখ্যসচিব রাজীব সিনহা বলেছেন, রাজ্য সম্পূর্ণভাবে বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে দেওয়া কেন্দ্রীয় সরকারের নির্দেশ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে৷ মুখ্যসচিবের এই আশ্বাসকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব এক বিবৃতিতে স্বাগত জানিয়েছেন৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে লেখা চিঠিতে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বলেছেন :

◾ কেন্দ্রীয় দলের সঙ্গে রাজ্য সরকার সহযোগিতা করেনি, এমন ঘটনা ঘটেনি৷

◾ আসলে, এই দুই কেন্দ্রীয় দল যে রাজ্যে আসছে, তার আগাম কোনও খবর রাজ্যের কাছে সঠিক সময়ে ছিল না৷

◾রাজ্যের সঙ্গে আলোচনা না করেই এই দুই দল পৌঁছে যায়৷ ফলে কেন্দ্রীয় দলকে পরিকাঠামোগত সহায়তা করার কোনও সুযোগই রাজ্য পায়নি৷

◾কেন্দ্রীয় দলও এ ধরনের কোনও সহযোগিতা রাজ্যের কাছে চায়নি৷

◾ কেন্দ্রের একটি দল নিজেরাই কলকাতায় বিএসএফ অতিথিনিবাসে এবং দ্বিতীয় দলটি শিলিগুড়ির এসএসবি অতিথিনিবাসে চলে যায়৷

◾ এই প্রসঙ্গে জানাই, কলকাতায় আসা কেন্দ্রীয় দলের নেতা অপূর্ব চন্দ্র ২০ এপ্রিল আমার দফতরে আসেন এবং আমাদের মধ্যে লকডাউন ও অন্যান্য বিষয়ে আলোচনা হয়৷ রাজ্য এ ব্যাপারে ইতিমধ্যেই কোন ধরনের পদক্ষেপ করেছে, তা জানানো হয় কেন্দ্রীয় দলের নেতাকে৷

◾ উত্তরবঙ্গের কেন্দ্রীয় দলের নেতা বিনীত যোশির সঙ্গেও আমার বিস্তারিত কথা হয়৷

◾ ২০ এপ্রিল আমি নিজে কেন্দ্রীয় দল কলকাতায় যেখানে আছে, সেই বিএসএফ অতিথিনিবাসে গিয়ে বিস্তারিত আলোচনা করি এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করি৷

◾ কেন্দ্রীয় দল শহরের নিদিষ্ট কিছু এলাকায় সরেজমিনে পরিদর্শন করার কাজও শুরু করেছেন খতিয়ে দেখছে লকডাউন ও অন্যান্য বিধি মানা হচ্ছে কি’না৷

◾ রাজ্য সরকার কেন্দ্রীয় দলকে পূর্ণ সহযোগিতা করবে৷