এবার মথুরাপুরে ত্রাণের দাবিতে পথ অবরোধ

0
6

উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ার ত্রাণ নিয়ে তুলকালামের পর এবার দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুরে পথ অবরোধ। লকডাউনের মধ্যে খাদ্য সংকটের মধ্যে আছেন সেখানকার বহু মানুষ। এবার সরকারি ত্রাণের দাবিতে পথে নামলেন তাঁরা।

আজ, বুধবার মথুরাপুরের কালিতলায় মস্তানমোড়ে খাদ‍্যের দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। সকাল থেকে গ্রামবাসীরা ঘোড়াদোল রোড অবরোধ করে রেখেছে। তাঁদের দাবি, তারা একসপ্তাহ ধরে খিদের জ্বালায় তাঁরা কচুশাক খেয়ে আছেন। অথচ, অনেকে সরকারি চাল-ডাল নিয়ে বাড়িতে জমিয়ে রেখেছে।