এ রাজ্যে আসা কেন্দ্রের প্রতিনিধি দলকে কেন তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে? তা নিয়েই এবার প্রশ্ন তুললেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, “ভারত গণতান্ত্রিক দেশে। ফলে এক রাজ্যের লোক অন্য রাজ্যে যেতে পারে। এ রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে কার্যত কোনও কাজই করতে দেওয়া হয়নি। দফায় দফায় তাদেরকে কাজে বাধা দেওয়া হয়েছিল”।
রাহুল সিনহার দাবি, পশ্চিমবঙ্গ সরকার যদি শুরু থেকেই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ও সঠিক তথ্য জনসাধারণের কাছে প্রকাশ করতো, তাহলে কেন্দ্রীয় দল আসার কোনও প্রয়োজন ছিল না।
তিনি আরও অভিযোগ তুলে বলেন, “শুধু পশ্চিমবঙ্গ নয়, আরও চারটি রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে। বাকি তিনটি রাজ্য তিনটি দলকে স্বাগত জানিয়েছে। যে যে রিপোর্ট নেওয়ার ছিল সেই রাজ্যগুলি থেকে তা তারা নিয়েছে। কোনও বাধার সৃষ্টি হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গ একটা রাজ্য, যেখানে কেন্দ্রীয় দলকে প্রবল বাধার সম্মুখীন হতে হয়। কেন এই বাধা?”
দেখুন ভিডিও…