কেন্দ্রের নির্দেশিকার পরও দরজা বন্ধ লৌহ-ইস্পাত কারখানার

0
1

২০ এপ্রিলের পর বেশ কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করেছে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে রয়েছে মাঝারি শিল্পের কাজ। কিন্তু কেন্দ্রের নির্দেশিকার পরও কাজ বন্ধ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার প্রায় ১৫০ বেসরকারি লৌহ ইস্পাত কারখানায়।

কিন্তু নির্দেশিকার পরই কাজ শুরু করার প্রস্তুতি নেয় দুর্গাপুর শিল্পাঞ্চলের বেসরকারি লৌহ-ইস্পাত কারখানা কর্তৃপক্ষ।
তবে রাজ্য সরকার সবুজ সংকেত না দেওয়ায় শুরু করা যায়নি উৎপাদনের কাজ। অভিযোগ, দফায় দফায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেও কারখানা খোলার কোনও পথ মেলেনি।

বেসরকারি ইস্পাত শিল্প সংগঠনের সভাপতি শংকরলাল আগরওয়ালের জানান, “ যারা কারখানা খুলতে চান তাদের মুখ্য সচিবের কাছে আবেদন করতে বলা হয়েছে। তবে সরকারি স্তরে এখনও পর্যন্ত কোনো অনুমতি আসেনি।” অন্যদিকে একাধিক কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়ি বসে বেতন পাওয়ায় অনেকেই কারখানায় আসার আগ্রহ দেখাচ্ছেন না। এক মাস ধরে লকডাউন চলায় খরচ টানাও অসম্ভব হয়ে পড়ছে।