অর্ণব গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের, গ্রেফতারের দাবিতে সোশ্যাল মিডিয়া উত্তাল

0
5

ছত্রিশগড়ের বিভিন্ন থানায় রিপাবলিক টিভি প্রধান ও সঞ্চালক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মঙ্গলবার একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদসংস্থা ‘ন্যাশনাল হেরাল্ড’ সূত্রে জানা গেছে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি বা IPC-র ৫০৫, ৫০৪, ১৮৮ ও ২৯০ ধারায় ছত্রিশগড়ের ১২টি জেলায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করার দাবিতে নিয়ে টুইটার ভরে গিয়েছে। অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মূলত উসকানিমূলক বক্তব্য, গুজব ছড়ানো এবং বক্তব্য বিকৃত অভিযোগ রয়েছে। তিনি সম্প্রতি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বক্তব্যকেও বিকৃত করে পেশ করেছেন বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি এক লাইভ শো চলাকালীন অর্ণব গোস্বামীর প্রকাশ্যেই ঘোষণা করেন যে তিনি ‘এডিটরস গিল্ড’-এর সদস্য পদ থেকে ইস্তফা দিচ্ছেন।