বিস্ফোরক দিলীপ ঘোষ। বিতর্কিত মন্তব্যের জন্য তিনি সুপরিচিত। বুধবার সেই বিতর্ক আরও উস্কে দিলেন। এবার মুখ্যসচিব রাজীব সিনহার সঙ্গে কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারের তুলনা টেনে তিনি বললেন, মুখ্যসচিব আসলে রাজীব কুমার হতে চাইছেন। ওনার পরিণাম মুখ্যসচিবের মনে রাখা উচিত।
দিলীপ বলেন, মুখ্যসচিব রোজ ভুল তথ্য দিচ্ছেন। মানুষকে ভুল বোঝাচ্ছেন। ডাক্তাররা করোনায় মৃতের সংখ্যা জানাচ্ছেন। আর তিনি তা সঠিক নয় বলে মৃতের সংখ্যা কম করছেন। ডাক্তারদের থেকে তিনি বেশি বোঝেন! কেন্দ্রীয় দল আসার পর বললেন ঢুকতেই দেব না! তারপর কেন্দ্রের সচিবের পত্রবাণ আসার পর সোজা বৈঠকে ছুটেছেন। বলছেন, গেলে সাহায্য করব। মুখ্যসচিব সরকারি কর্তার মতো আচরণ করুন।





























































































































