লকডাউনের মধ্যে ত্রাণের দাবিতে ব্যাপক বিক্ষোভ উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। আজ, বুধবার সকাল থেকে পুরসভার এলাকার জোড়া অশত্থতলায় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেলে ঘটনাস্থলে যায় পুলিশ।
অভিযোগ, তখন পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। এই ঘটনায় ওসি-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন। ইটের আঘাতে মাথা ফেটে গিয়েছে ওসির। ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এখন সেখানে বিরাট পুলিশবাহিনী রয়েছে। এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।





























































































































